আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1496

আখিরাত

প্রকাশকাল: 5 মার্চ 2010

প্রশ্ন

আস-সালামু আলাইকুম, আমার কেরাত শুদ্ধ না। আমি মিল করে দেখলাম অনেক ভুল। আমি ভুলগুলো ঠিক করার চেষ্টা করতেছি। কিন্তু আমার মনোযোগ শুধু কেরাত হছে না এই দিকে থাকে। এটি নামাজ ভঙ্গের কারন। ফলে আমার মনে হচ্ছে আমার নামায হচ্ছে না। দিন দিন নামাযের আগ্রহ এর জন্য কমে জাচ্ছে। আমার শিরকসহ সব গুনাহ আছে। আমি ঠিক মতো আন্তরিক হতে পারছি না। আমি আমার সব গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে আন্তরিক হতে পারছি না। আমার গুনাহের কাজের আগ্রহ বেড়ে গেছে। আমি এখন এর থেকে ফিরতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো কুরআন পড়তে পারে এমন কারো কাছে কয়েক দিন পড়লেই তো আপনার কেরাত শুদ্ধ হয়ে যায়। সেটা না করে কেন আপনি অন্য দিকে ছুটছেন, তা বোধগম্য নয়। এসব মানসিক সমস্যা থেকে উদ্ধার পাওয়ার একটাই সহজ সমাধান সব কিছু বাদ দিয়ে নামায আদায় করা যায় এমন পরিমাণ কয়েকটি সূরা দ্রুত শুদ্ধ করে শিখে ফেলুন।