আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1494

অর্থনৈতিক

প্রকাশকাল: 3 মার্চ 2010

প্রশ্ন

গত বছর ২ মে,আমি যাকাত প্রদান করি। সেজন্য এবছর ২মে আমার যাকাত প্রদান করার সময় এক বছর পূর্ণ হয়। কিন্তু বর্তমানে আমার কিছু টাকা ব্যবসার কাজে লাগানো আছে। যা ফেরত পেতে অন্তত আরো দুই এক মাস লাগবে। এক্ষেত্রে ব্যবসার টাকা হাতে পেয়ে আমি যাকাত দিতে ইচ্ছুক । ইসলাম কি আমাকে সেই সুযোগ দিয়েছে? জানালে উপকৃত হব

উত্তর

যাকাতে বছর হিসাব হয় আরবী বছর অনুযায়ী। যেমন, মহররম মাসের এক তারিখে যাকাত দিলে পরের বছর মহররমের এক তারিখে আবার যাকাত দিতে হবে। বিলম্বে যাকাত দেয়া জায়েজ আছে। তবে সঙ্গে সঙ্গে দেয়া উত্তম।