আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1486

রোজা

প্রকাশকাল: 23 ফেব্রু. 2010

প্রশ্ন

আসসালামু আলাইকুম শায়েখ, আজকে অযুর সময় নাকে পানি দিতে গিয়ে অনিচ্ছায় কিছুটা পানি মুখের গভীরে চলে যায় এবং সঙ্গে সঙ্গে তার পুরোটাই (ইন-শা-আল্লাহ) কুলি করে ফেলে দেই। পানি গলায় পৌছেছিলো কিনা সেটা নিয়ে সন্দেহের মধ্যে আছি। রোজা রেখে সাবধানের সাথে মুখের মধ্যে যে কুলি করি পানিটা তার চেয়ে একটু ভেতরে গিয়েছিলো কিন্তু গলায় পৌছেছে কিনা তা নিয়ে সন্দেহ আছে কিন্তু পেটে যায় নি এব্যাপারে নিশ্চিত। এ অবস্থায় আমার কি রোজা ভেঙ্গে গেছে? আর এক্ষেত্রে কি কাফফারা দিতে হবে? আর কাফফারা দিলে কি রমজানের এই রোজার সমান সওয়াব পাবো?
জাজাকাল্লাহ খাইরান

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অনিচ্ছাকৃতভাবে রোজা ভেঙে গেলে কাজা করতে হয়, কাফফারা দিতে হয় না। আপনি ঐ রোজার বদলে একটি রোজা রেখে দিবেন।