আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1484

হালাল হারাম

প্রকাশকাল: 21 ফেব্রু. 2010

প্রশ্ন

আমি একটি কোম্পানিতে চাকরি করি। সেখানে ইফতার খাওয়ায় এবং ইফতার যখন দেয় তখন একটি নির্দিষ্ট পরিমাণে দেয়। ওই পরিমাণে আমরা কর্মীদের মধ্যে বিতরণ করার পরেও আমাদের (৯ থেকে ১০ জন) জন্য বরাদ্দকৃত পরিমাণের চেয়ে বেশি থেকে যায় সেগুলো খাওয়া জায়েজ হবে কিনা? মানে অতিরিক্ত খাবার যেগুলো থাকে সেগুলো কি আমরাই শুধু খাবো নাকি সবার (শ্রমিক) মধ্যে বিলি করে দেবো?

উত্তর

যদি সকল শ্রমিকের মাঝে বিলি করা সম্ভব হয় তাহলে সেটাই করতে হবে। আর যদি সম্ভব না হয় তাহলে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আপনারা খেতে পারবেন।