আমি একটি কোম্পানিতে চাকরি করি। সেখানে ইফতার খাওয়ায় এবং ইফতার যখন দেয় তখন একটি নির্দিষ্ট পরিমাণে দেয়। ওই পরিমাণে আমরা কর্মীদের মধ্যে বিতরণ করার পরেও আমাদের (৯ থেকে ১০ জন) জন্য বরাদ্দকৃত পরিমাণের চেয়ে বেশি থেকে যায় সেগুলো খাওয়া জায়েজ হবে কিনা? মানে অতিরিক্ত খাবার যেগুলো থাকে সেগুলো কি আমরাই শুধু খাবো নাকি সবার (শ্রমিক) মধ্যে বিলি করে দেবো?