আসসালামুআলাইকুম। আমরা অফিসে সালাত আদায় করি। মোটামুটি দুই কাতার হয়। তবে সামনে জায়গা কম থাকায় ইমাম সাহেব প্রথম কাতারের একটু অর্থাৎ 6 থেকে 8 ইঞ্চি এগিয়ে দাঁড়ায়। এখন দেখা গেল সলাত শেষ হলে ইমাম মুক্তাদিদের সম্মুখে ঘুরে বসে। এবং তাতে দেখা যায় ইমামের সোজা 2য় কাতারে এক মুসল্লি তার বাকি নামায গুলো আদায় করে। সামনের কাতার ইমাম সোজা ফাঁকা। এভাবে কী ঠিক। দলিল সহ জানাবেন।