আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1455

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 জানু. 2010

প্রশ্ন

যারা বিবাহিত তাদের সম্পর্কে বিদেশে জীবন যাপন স্ত্রী ছাড়া ইসলামী আইন কি বলে, পরিবারের সদস্য সবসময় দেশে আসতে না করে এবং আমরা বাড়িতে ফেরার পর কী করবো দেশে আসতে নিরূত্সাহ করে, আমি কি দেশে ফিরে আসতে পারবো বাবা এবং পরিবার অনুমতি ছাড়া।

উত্তর

স্ত্রীর অনুমতি থাকলে বিদেশে মাসের পর মাস, বছরের পর বছর থাকতে পারবেন। অনুমতি না থাকলে পারবেন না। আপনি দেশে আসার ক্ষেত্রে বাবা-মায়ের সাথে পরামর্শ করতে পারেন। স্ত্রী চলে আসতে বললে চলে আসবেন। বিষয়টি বাবা-মাকে বুঝানোর চেষ্টা করবেন।