আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1444

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 12 জানু. 2010

প্রশ্ন

আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১) ঈশার সালাত সন্ধার কিছু সময় পরই শুরু হয় । কিন্তু সালাত রাত ৮-১০ টার মধ্যে বা তারো পরে পড়া হয়। ঈশার সালাতের সময় শুরু হয়েছে এবং আমি নিয়তও রেখেছি কিছু সময় পর সালাত আদায় করে নিব। কিন্তু সালাত আদায় করার আগেই হঠাত পিরিয়ড শুরু হল। এই অবস্থায় কি এই ঈশা ও বিতর সালাত পিরিয়ড সেরে গেলে কাযা আদায় করে নিতে হবে? আর পাপ হবে নাকি যেহেতু একটু দেরি করে আদায় করার চিন্তা করেছিলাম?
২) একটানা ২-৩ পিরিয়ড থাকে । এরপর আরো ২-৩ দিন থেকে থেকে পিরিয়ড থাকে অর্থাৎ কয়েক ঘন্টা পিরিয়ড অফ থাকে আবার পিরিয়ড চলে আসে। যখন অফ থাকে তখন যদি সালাতের সময় হয় তাহলে কি আমাকে ঐ সময়ের জন্য পবিত্র হয়ে সালাত আদায় করতে হবে? যদিও পুরোপুরি সেরে যেতে ৫-৬ দিন সময় লাগে।

উত্তর

যে কোন সালাতের সময় হওয়ার পর যদি একরাকআত সালাত আদায় করা যায় এমন সময়ের পর পিরিয়ড আসে তাহলে ঐ ওয়াক্তের সালাত কাযা আদায় করতে হবে। হাদীসে আছে, من أدرك ركعة من الصلاة فقد أدرك الصلاة যে সালাতের এক রাকআত পেল সে সালাত পেল।সুতরাং আপনি ঐ ওয়াক্তেন ইশার নামায পবিত্র হওয়ার পর কাযা আদায় করবেন। ২। পুরোপুরে সেরে যাওয়ার পর আপনি সালাত শুরু করবেন। পিরিওডের হুকুম আহকাম বিস্তারিত জানতে দেখুন, আল-ইসলাম সুয়াল জওয়াব, প্রশ্ন নং 70488 (আরবী, ইন্টারনেট)।