আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1439

বিবিধ

প্রকাশকাল: 7 জানু. 2010

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম,আমার অফিসের দুই কর্মচারীর একজনের নাম সাত্তার আর একজনের নাম সামাদ। তাদের কে শুধু এই নামে ডাকলে কি গোনাহ হবে? নাকি আব্দুস সাত্তার এবং আব্দুস সামাদ বলে ডাকতে হবে?বস্তুত বাংলাদেশে অনেকের নাম ই এরকম। সেক্ষেত্রে এই বিধান টা জানা খুব জরূরী মনে হচ্ছে আমার কাছে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমাদের দেশে কিছু মানুষের নাম এমন আছে যাদের নামের শুরুতে আবদ শব্দটি আছে। কিন্তু মানুষ তাদেরকে ডাকার সময় আবদ শব্দটি বাদ দিয়ে দেয়। এতে গুনাহ হয় এটা বলা কঠিন তবে এভাবে না ডেকে আবদ্ শব্দটি সহকারে ডাকা ভাল এবং উত্তম ও সতর্কতা।