আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1424

হালাল হারাম

প্রকাশকাল: 23 ডিসে. 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন ঘুষ দেয়া নিয়ে, আমার এক পরিচিত কারখানায় কাজ করে, কিছুদিন হলো কারখানা বন্ধ করে দেয়া হয়েছে, কারখানার মালিকরা মিলে চাচ্ছে যারা বন্ধ করেছে সবাই মিলে কিছু টাকা ঘুষ দিবে যাতে কারখানা আবার শুরু করা যায়, কিন্তু আমার ওই পরিচিত লোকের কাছে এই পরিমাণের টাকা নেই যে ওখানে দিবে, তাই সে আমার কাছে টাকা ধার চেয়েছে, বলেছে কারখানা শুরু হলে শোধ করে দিবে, কিন্তু আমি যেহেতু জেনেছি যে সে এই টাকাটা ঘুষের জন্যে ব্যবহার করবে, সেখানে তাকে টাকা দিয়ে সাহায্য করলে আমিও এই ঘুষ দেয়াতে শরীক হওয়ে যাচ্ছি কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনার প্রশ্নটি অস্পষ্ট। কে কারখানা বন্ধ করেছে, কেন করেছে কিছু লেখেন নি। বিস্তারিত লিখে পাঠালে আমাদের জন্য উত্তর দেয়া সহজ হবে। অথবা 01762629405 ফোন করুন।