আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1421

লেনদেন

প্রকাশকাল: 20 ডিসে. 2009

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রহমাতুল্লাহ, কেউ আমাকে তার ১টা বই পড়তে দিয়েছিলো । বইটা পরবর্তীতে ফেরত দিতে ভুলে গেছিলাম। তার সাথে আমার সম্পর্ক খাপার হওয়ার কারণে কোনভাবেই বইটা আর ফেরত দেয়া সম্ভাব না। বড় ফিতনার সম্ভাবনা আছে । বইটা যদি আর নাই দেই তাহলে কি আমি ঋণি থাকব? বইটা আমি নিজ থেকে কখনোই চাইনি সে নিজ থেকে ইচ্ছাকৃতভাবেই পড়তে দিয়েছিলো।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিনি আপনাকে বইটা পড়তে দিয়েছিলেন, উপহার দেন নি। তাই আপনাকে অবশ্যই বইটি ফিরিয়ে দিতে হবে। অন্য কারো মাধ্যমে আপনি বইটি ফিরিয়ে দিন।