আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1419

সুন্নাত

প্রকাশকাল: 18 ডিসে. 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আমাদের দেশে অনেকে ফরজ সালাতের পর মাথায় বা কপালে হাত দিয়ে কি যেন একটা দুয়া পরে (আমি অনেক ইমাম সাহেবকেও দেখেছি), কিন্তু একি সাথে আমি অনেক আলেমের মুখেও শুনেছি এটা সুন্নাহ সম্মত নয় । বিষয়টির ব্যাপারে সত্যিয়ই দলিল আছে কি না? থাকলে জানতে চাচ্ছি।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এ ব্যাপারে কোন সহীহ দলীল আছে বলে আমাদের জানা নেই।