আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1416

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 ডিসে. 2009

প্রশ্ন

Assalamualiqum. Mohtaram. Porokalay/akheratay kono musolmanki tar babmayer sakkhat pabay/chintay parbay? Maassalam.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী, পারবে। কিয়ামতের দিন বা আখেরাতে মানুষ তাদের পরিচিতদের চিনতে পারবে। এই বিষয়ে কুরআনে আল্লাহ তায়ালা বলেছেন, فَإِذَا جَاءتِ الصَّاخَّةُ (33) يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ অত:পর যখন বিরাট আওয়াজ (কিয়ামত) আসবে, সেদিন মানুষ পালিয়ে যাবে তার ভাই থেকে, তার মা ও তার বাবা থেকে, তার স্ত্রী ও সন্তান-সন্ততি থেকে। সূরা আবাসা, আয়াত ৩৩-৩৫। আশা করি বুঝতে পেরেছেন।