আসসালামুয়ালাইকুম, হুজুর আমি একটা মারাত্নক সমস্যার ভিতড় আছি। আমার বয়স ২৭, আমি অবিবাহিত এবং বেকারত্তের জন্য আপাদত বিয়ে করা সম্ভব না (পারিবারিক অবস্থানুযায়ী বেকারত্ব ঘুচলেও আমার মনে হয় আগামী ২/৩ বছরেও সম্ভব হবে না) এবং আমি আল্লাহর রহমতে কোন দিন কোন হারাম সম্পর্কেও জড়াইনি। কিন্তু মাঝে মাঝে যৌন-উত্তেজনার প্রকোপ এত বেশি হয় যে মাথা কাজ করে না, সেই সময় ইসলামি কঠিন আইন কানুনের জন্য বিশেষ করে জেনার কঠিন শাস্তির বিধানের জন্য আল্লাহকে পর্যন্ত দোষারোপ করি। আইন কানুন সব ভেঙ্গে বেরিয়ে আসতে ইচ্ছা করে, মনের ভিতড় নামাজ নিয়েও বিদ্রোহ জাগে মনে হয় নামাজ পড়ে কি হবে নামাজ আর পড়ব না এই ভাবে জিদ করে বসে থাকি। শেষে আবার মনে হয় এখন যদি মারা যাই তবে বেনামাজি হিসেবে মরতে হবে তখন আবার নামাজ পড়ি। মনে হয় আল্লাহ ধর্মীয় আইন দিয়ে আমাদেরকে শুধু কষ্ট দিচ্ছে অথচ দিব্যি যারা ইসলামি আইন মানে না তারা সারাজীবন জেনাসহ বিভিন্ন অপকর্ম করে আবার ঠিকই অল্পবয়সে বিয়েও করে। মনের ভিতড় এই অবস্থা চলতে থাকে ঘুমানোর আগপর্যন্ত, ঘুম থেকে জাগার পর আবার আমি স্বাভাবিক তখন আর সেই বিশ্রী চিন্তা মাথায় থাকে না। কি ভাবে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।