আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1409

বিবিধ

প্রকাশকাল: 8 ডিসে. 2009

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের সমাজে অনেক নাতি নাতনি তাদের দাদা দাদি বা নানা নানি কে নিয়ে দুষ্টামি ফাজলামি কথা বার্তা বলে অথবা দাদা দাদি বা নানা নানি তাদের নাতি নাতনিদের সাথে ঐরূপ কথা বার্তা বলে । এটা কি ইসলামে জায়েজ? দাদা দাদি বা নানা নানি এরা কি মাহারামের পর্যায়ে পরে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাদা-দাদী ও নানা- নানী তো মাহরামই। মাহরামের পর্যায় পড়ার তো কিছু নেই। কী ধরণের কথা বলা সম্পর্কে জানতে চেয়েছেন তা স্পষ্ট করে প্রশ্ন করুন।