আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1408

নামায

প্রকাশকাল: 7 ডিসে. 2009

প্রশ্ন

নামাযে বসা অবস্থায় দুই পা এর অবস্থান কেমন থাকবে? পায়ের আঙ্গুল এর অবথসান কেমন থাকবে?

উত্তর

নামাযে কিভাবে বসবে এই নিয়ে আলেমদের মাঝে কিছুটা মতভেদ আছে। একদল আলেম বলেন, শেষ বৈঠকে বাম পা ডানদিক থেকে বের করে দিবে এবং ডান পা সোজা রাখবে। আর প্রথম বৈঠকে ডান পা বিছিয়ে তার উপর বসবে আর বাম পা সোজা রাখবে। অবশ্য দু রাকআত বিশিষ্ট নামাযের ক্ষেত্রে তারা ডান পায়ের উপর বসতে বলেছেন। আবার আরেক দল বলেন, উভয় বৈঠকে ডান পায়ের উপর বসে বাম পা সোজা রাখবে। এই মতভেদটি মুস্তাহাব কেন্দ্রিক। যেভাবেই বসেন প্রত্যেকের মতে নামায হয়ে যাবে। উভয় মতের পক্ষে সহীহ হাদীস আছে।