আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1400

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 29 নভে. 2009

প্রশ্ন

আমাদের দেশে আজকে আরবি মাসের ১৩তারিখ, আবার সউদি আরবে আজকে ১৪ তারিখ। সউদির আরাফা অনুযায়ী আরাফার রোযা রাখি। তাহলে আজকে ১৪তারিখের রোযা গেল নাকি ১৩তারিখের। প্লিজ জবাবের অপেক্ষা…

উত্তর

এক্ষেত্রে সহজ ও নিরাপদ হলো যখন যেখানে থাকবেন তখন সেখানকার তারিখ হিসাব করা। সউদি আরাফা অনুযায়ী যদি রোজা রাখেন তাহলে সউদি অনুযায়ী আজকের তারিখ হিসাব করবেন। হয়তো একদিন বা দুইদিন বেশী হবে।