আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1399

নামায

প্রকাশকাল: 28 নভে. 2009

প্রশ্ন

১/ ফজরের ফরয সালাতের পর কেউ বসে যিকির/কুরআন পড়লে পূণ হজ্জ ও পূণ ওমরার নেকী পাবে (তিরমিযী হাদীস/৯৭১)। আমি শহরে থাকি। শহরের মসজিদগুলো ফজরের সালাতের পর বন্ধ করে দেওয়া হয়, তাহলে আমি কি আমার ঘরে এই আমল করতে পারি?
২/ জামায়াতে ৩য়/৪থ রাকাতে শরীক হলে অন্য রাকাতগুলোতে কি অন্য সূরা মিলাতে হবে? এবং সুন্নাত সালাতে ৩য়/৪থ রাকাতে কি অন্য সূরা মিলাতে হবে?
৩/ রুকু থেকে উঠে এবং দুই সিজদার মাঝে আমাদের নবী দীঘক্ষণ দোয়া করতেন দোয়াগুলো কি কি দয়া করে জানাবেন?

উত্তর

জ্বী, এসব আমল আপনি ঘরে বসে করতে পারেন। কোন সমস্যা নেই। ২। ইমাম সাহেব সালাম ফিরানোর পর উঠে আপনি প্রথম দুরাকআতে সূরা ফাতিহার সাথে সূরা মেলাবেন। বাদবাকী রাকআতে শুধু সূরা ফাতিহা পড়বেন। সু্ন্নাত নামাযের সকল রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মেলাবেন। ৩। ভাই, এই বিষয়টি বিস্তারিত জানতে শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত রাহে বেলায়াত বইয়ের ৩৩৭-৩৮২ দেখুন।