আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1394

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 23 নভে. 2009

প্রশ্ন

আস সালামুআলাইকুম। সম্প্রতি আমি বাংলাদেশ ফিনেন্স Ministry অধীনে একটি NGO Social Development Foundation (SDF) এ IT তে একটি চাকরি পেয়েছি। আপনাদের কাছে আমার প্রশ্ন হল এই ধরনের NGO তে আমার চাকরি করা ইসলামিক কোন বিধি নিষেদ আছে কিনা? আমি অনেক আগে শুনেছিলাম NGO তে চাকরি করা বৈধ নই। উল্লেখ্য যে আমি বর্তমানে একটি private University – র IT তে কর্মরত আছি। এখানকার পরিবেশ টাও ( ছেলে মেয়েদের ফ্রি মিক্সিং ) খুব বেশি সুখকর নয়। এই ব্যাপারে আমাকে একটি সু-উপদেশ দিলে উপকৃত হব। https://www.sdfbd.org/
ওদের অফিচিয়াল সাইট উপরের লিঙ্ক এ ক্লিক করলে বিস্তারিত পাবেন।

উত্তর

ওয়াআলাইকুমুস সালম। এই এন জি ও এর কাজ কী তা সংক্ষেপে জানালে ভাল হতো। যাই হোক সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন করে এমন কোন এনজিও তে কোন ধরনের চাকুরী করা জায়েজ হবে না। তবে তারা যদি সমাজ উন্নয়নমূলক অন্য কোন কাজ করে তাহলে জায়েজ হবে। ছেলে-মেয়ে একসাথে থাকলে সেখানে চাকুরীও না জায়েজ তবে সুদভিত্তিক এনজিওদের চেয়ে সেখানেই ভাল। আপনি কোন সচ্ছ কর্মসংস্থানেরে খোঁজ করুন। আমরা আল্লাহর কাছে দুআ করি যেন তিনি আপনাকে একটি ভাল কর্মের ব্যবস্থা করে দেন।