আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1389

নামায

প্রকাশকাল: 18 নভে. 2009

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ১. কর্ম ব্যস্ততার কারণে প্রতিদিন যোহেরের নামাযের প্রথম চার রাকাত সুন্নত পড়া হয় না, এ ক্ষেত্রে হুকুম কী? ২. রুমের মধ্যে দরজা লাগিয়ে নামায আদায় করার সময় যদি কেউ কয়েক বার ডাকা-ডাকি করে এ ক্ষেত্রে কি নামাযে মধ্যে তার ডাকের উত্তর দেয়া যাবে, না কি উত্তর দিলে নামায ভেঙে যাবে? ৩. মসজিদে ফরজ নামায আদায়ের কতক্ষণের মধ্যে ঘরে এসে সুন্নত আদায় করা যায়?
ধন্যবাদ । ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. জোহরের চার রাকআত সুন্নাত সালাত নিয়মিত আদায় করতেন বলে সহীহ হাদীসে আছে। সহীহ বুখারী, হাদীস নং ১১৮২। যেসব সুন্নাত রাসূলুল্লাহ সা. নিয়মিত আদায় করতেন তা নিয়মিত ছেড়ে দেয়া মূমিনের জন্য উচিত নয়। ২। প্রয়োজনে উ্ত্তর নিতে হবে। তবে নামায ভেঙ্গ যাবে, পূনরায় নামায পড়তে হবে। ৩। এক্ষেত্রে কোন বাধা-ধরা নিয়ম নেই।