মুহতারামঃ আসসালামু আলাইকুম। আমাদের দেশে বিভিন্ন ওয়াজ মহাফিলে বক্তারা একে অন্যের (এক আলেম অন্য আলেমের) সমালোচনা করে থাকেন, যা মাঝে মাঝে খুবই আপত্তিকরও হয়। বিশেষ করে ড. জাকির নায়েক এই আক্রমনের শিকার বেশি হন (অথচ তিনি বাংলাদেশের কোন আলেম সম্পর্কে কক্ষনো কটু কথা বলেন বলেছে বলে যানা যায় না)। কোন বক্তা এই ধরনের বক্তব্য দিতে থাকলে সেই ওয়াজ মহাফিলে থাকা ঠিক হবে কি? নাকি তার ওয়াজ শুনলে গিবত/অপবাদ শুনার গুনাহ হবে? যাযাকুমুল্লাহ