আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1386

শিরক-বিদআত

প্রকাশকাল: 15 নভে. 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার আব্বা ৭ মাস আগে মারা গিয়েছেন। আমার চাচারা তার চল্লিশা করার জন্য উদ্গ্রিব ছিল। বিভিন্ন কারনে তা পিছে যায়। এখন তারা এটা করতে চান। আমি জানি এটা বিদাআত এবং আমি ইহা চরমভাবে ঘৃনা করি। আমি তাদেরকে এই ব্যাপারে নসিহত করি নাই (এটা আমার পক্ষে একটু কঠিন হয়ে দাড়িয়েছে)। এখন আমার প্রশ্ন হল, যেহেতু ৭ মাস পেরিয়ে গেসে তাই এটা কি আমি শুধুমাত্র মুসলিমদের খাওয়ানোর নিয়তে করতে পারি? আর এই চল্লিশা কোন পর্যায়ের পাপ আমাকে একটু জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, অনেক সময় সামাজিক অবস্থার কারণে আমাদের সমস্যায় পড়তে হয়। আপনি যেমন পড়েছেন। আপনি যেহেতু জানেন যে, এটা বিদআত সুতরাং আপনি নিয়ত করবেন মানুষকে খাওয়ানো যেমনটি সহীহ হাদীসে মানুষকে খাওয়াতে বলা হয়েছে। সুনানু তিরমিযী, হাদীস নং ১৮৮৫। আপনার পিতার জন্য মানুষকে খাওয়াচ্ছেন এমন নিয়তই করবেন না। আশা করি সমস্যা থেকে মুক্ত থাকবেন।