১। কর্ম ব্যস্ততার কারনে যোহরের প্রথম ৪ রাকাত সুন্নত পড়া না গেলে (প্রতিদিন) এর হুকুম কি?
২। যখন দরজা লাগিয়ে রুমের ভিতর নামায আদায় করি, তখন কেউ যদি কয়েক বার ঢাকা ঢাকি করে নামাযের মধ্যে তার উত্তর দেয় যয়েজ হয় না কি?
৩। ফরজ নামায মসজিদে আদায় করে, কতক্ষনের মধ্যে ঘরে এসে সুন্নত আদায় করার বিধান রয়েছে?