আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1378

নামায

প্রকাশকাল: 7 নভে. 2009

প্রশ্ন

আমাদের অফিসের মসজিদের জায়গা কম থাকার কারনে মাঝে মাঝে ইমামকে সামান্য একটু সামনে রেখে আমরা ইমামের সাথে কাতার সোজা করে দাঁড়াই। যাতে করে একটা নামাজের কাতার বেশি হওয়ার সুযোগ হয়। মাঝে মাঝে কিছু নামাজের ওয়াক্তে মুসল্লি কম হয়, অথবা দ্বিতীয় জামাতে মুসল্লির সংখ্যা কম হয়। কিন্তু তখন ও পিছনে যায়গা খালি রেখে ওই অল্প সংখ্যক মুসল্লি ইমামের সাথেই প্রায় একি কাতারে দাঁড়ায়। অথচ ইমাম কে সামনে রেখে পিছনের কাতারে মুসল্লি দাঁড়ালেও মুসল্লিদের পিছনে আরও এক কাতার হবে এমন যায়গা খালি থাকে। এখন আমার প্রশ্ন হল, পিছনে যায়গা খালি রেখে একি কাতারে ইমামের সাথে দাঁড়িয়ে নামাজ পরলে নামাজের কোন ক্ষতি হবে কি না? এই ব্যাপারে আপনাদের ইসলাম সম্মত মতামত আশা করছি। আস সালামুআলাইকুম।

উত্তর

যদি জায়গা থাকে তাহলে ইমাম সাহেব সামনে দাঁড়াবেন।আপনি যেভাবে উল্লেখ করেছেন সেভাবে দাঁড়ালেও নামায হবে। তবে এটা উচিত নয়।