আমাদের সমাজে দেখা যায় মেয়েরা বিয়ের দিন পার্লারে সাজগুজ করে বেগানা পুরুষের সামনেই থাকে যদিও সে অন্যসময় পর্দা করে । আর সেদিন নামাজও পরেনা। এইটা কি ঠিক?
উত্তর
পর্দা ও নামায সব সময় ফরজ। বিয়ের দিনে বাদে অন্যান্য দিন ফরজ এরকম নয়। সুতরাং বিয়ের দিন হোক বা অন্য দিন হোক পর্দা ও নামায ফরজ। ফরজ বিধান ছাড়লে কবিরা গুনাহ হয়।