আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1357

ত্বহারাত পবিত্রতা

প্রকাশকাল: 17 অক্টো. 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ভাই? আমার প্রশ্ন হল, তায়াম্মুম এর সহিহ নিয়মটা কি? তায়াম্মুম এর জন্য কি মাটিতে হাত রাখা বাধ্যতামূলক? ঘড়ের ভিতরে টাইস বা পাকার উপর হাত রাখলে হবে কি, বিশেষ করে যখন গাড়িতে থাকলে তখন তায়াম্মুম কিভাবে করবো? কনুই পর্যন্ত হাত মুছাটা এই হাদিস টা কিছু বইয়ে জয়ীফ লেখা দেখলাম। সহিহ সম্পূর্ণ নিয়মটা কি? জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আলহামদুলিল্লাহ। আমরা ভাল আছি। আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন। তায়াম্মুমের জন্য শর্ত হলো মাটি বা মাটি জাতীয় কোন কিছুর ্উপর হাত রেখে ধুলা নিয়ে মুখ ও হাত মাসেহ করা। টাইলস এর উপর ধুলা থাকলে বা গাড়ীর জানালাতে ধুলা থাকলে সেখানে হাত রেখেরও তায়াম্মুম করা যায়। কতটুকু মাসেহ করতে হবে তা নিয়ে কিছুটা বিতর্ক আছে তবে কুনুই পর্যন্ত করার ভিতরই অধিক সতর্কতা ও উত্তম বলে মনে হয়। তাই আমাদের কনুই পর্যন্ত মাসেহ করাই উচিৎ।