আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1348

নামায

প্রকাশকাল: 8 অক্টো. 2009

প্রশ্ন

স্যার আসসালামুয়ালাইকুম আমার জানার বিষয়টি হল যে নামাজে দাঁড়ানোর সহিহ পদ্ধতি কোনটি? চার বা আট আঙুল ফাঁকা রেখে নাকি সুবিধা অনুযায়ী?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। চার বা আট আঙ্গুল ফাঁকা করে নয় স্বাভাবিক ভাবে সুবিধা অনুযায়ী দাাঁড়ানোই নামাযে দাঁড়ানোর সহীহ পদ্ধতি।