আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ! আশা করি আল্লাহর দয়ায় ভালো আছেন। স্যার, আপনাদের এই প্রশ্ন উত্তর গুলো অনেক হেল্পফুল আমাদের মতো নগন্যদের জন্য। আল্লাহ সুবহানুতায়ালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দিন। আমিন। স্যার আমি শুধু এখানে নিজে প্রশ্নই করি না, সাথে সাথে সবগুলো প্রশ্ন উত্তরগুলো পড়ে থাকি। যাই হউক সে সুবাদে একটি প্রশ্নোত্তর দেখলাম। আমার প্রশ্ন হলো এশারের পরতো আমরা সাধারণত দুই রাকাত সুন্নাত ও তারপর বিতির পড়ে থাকি। যদি নিন্মোক্ত আমলটি করি তাহলে কি সুন্নাতের পর এক সালামে চাররাকাত নাকি দুই সালামে চার রাকাত সলাত পড়ে সব শেষে তিন রাকাত বিতর পড়ব? জাযাকাল্লাহু খইরান।