আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1347

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 7 অক্টো. 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ! আশা করি আল্লাহর দয়ায় ভালো আছেন। স্যার, আপনাদের এই প্রশ্ন উত্তর গুলো অনেক হেল্পফুল আমাদের মতো নগন্যদের জন্য। আল্লাহ সুবহানুতায়ালা আপনাদেরকে এর উত্তম প্রতিদান দিন। আমিন। স্যার আমি শুধু এখানে নিজে প্রশ্নই করি না, সাথে সাথে সবগুলো প্রশ্ন উত্তরগুলো পড়ে থাকি। যাই হউক সে সুবাদে একটি প্রশ্নোত্তর দেখলাম। আমার প্রশ্ন হলো এশারের পরতো আমরা সাধারণত দুই রাকাত সুন্নাত ও তারপর বিতির পড়ে থাকি। যদি নিন্মোক্ত আমলটি করি তাহলে কি সুন্নাতের পর এক সালামে চাররাকাত নাকি দুই সালামে চার রাকাত সলাত পড়ে সব শেষে তিন রাকাত বিতর পড়ব? জাযাকাল্লাহু খইরান।

উত্তর

ওয়াআলাইকুমুস সালাাম। আমরা আপনাদেরকে সাহায্য করতে পারছি জেনে আল্লাহ তায়াল শুকরিয়া আদায় করছি। দুআ করবেন আমরা যেন এই কাজটি অব্যাহত রাখতে পারি। আপনার প্রশ্নের উত্তর। আপনি একটু বুঝতে ভুল করেছেন। তা হলো হাদীসের অর্থ হলো ইশার ফরজের পর চার রাকআত সুন্নাত পড়া, দুই রাকআত সুন্নাতের পর চার রাকআত নয়। অর্থাৎ ফরজ পড়ে চার রাকআত সুন্নাত পড়বেন। সালাম কয়টি হবে তা স্পষ্ট হাদীসে নেই সুতরাং যে কোন একটির উপর আমল করলেই হবে। তারপর বিতির পড়তে পারেন। আশা করি বুঝতে পেরেছেন।