আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1346

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 6 অক্টো. 2009

প্রশ্ন

আসসালামুলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
যখন কারো উপর রোজা করা ফরজ হল কিন্তু সে তার জীবনের প্রথম দিকের কয়েক বছর রোজা করল না । তাহলে হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি কি তাকে ঐ সব রোজা কাযা করে দিতে হবে? এটা পিরিয়ড কারণে ভাংতি রোজা না । সারা মাসের ভাংতি রোজা । আর এরকম কয়েক বছরের রোজা ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হ্যাঁ, প্রতিটি রোজারই কাজা করতে হবে। কাফফারা দিতে হবে না।