আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1337

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 27 সেপ্টে. 2009

প্রশ্ন

Assalamualikum, Question korar koto din por Answer net a powajay.
Biye ki Foroz na ki Sunnot, Reference shoho janale valo hoy.
Rahebalayet book ti koyti khondo ache janaben.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আমরা যতদ্রুত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করি। ভাগ্য যদি ভাল হয় ঐ দিনই পেয়ে যেতে পারেন। বাংলা অক্ষরে লিখবেন তাহলে দ্রুত উত্তর পাবেন। রাহে বেলায়াত বইয়ের খন্ড একটিই। বিয়ে কখনো ফরজ, কখানো সুন্নাত কখনো আবার নিষেধ তবে স্বাভাবিক ভাবে যার সামর্থ্য আছে তার জন্য বিয়ে করা সুন্নাত। নিচের হাদীসটি লক্ষ্য করুন: عَنْ عَائِشَةَ ، قَالَتْ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : النِّكَاحُ مِنْ سُنَّتِي ، فَمَنْ لَمْ يَعْمَلْ بِسُنَّتِي, فَلَيْسَ مِنِّي ، وَتَزَوَّجُوا ، فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الأُمَمَ ، وَمَنْ كَانَ ذَا طَوْلٍ فَلْيَنْكِحْ ، وَمَنْ لَمْ يَجِدْ فَعَلَيْهِ بِالصِّيَامِ ، فَإِنَّ الصَّوْمَ لَهُ وِجَاءٌ. হযরত আয়েশা রা. থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সা. বলেছেন, বিবাহ আমার সুন্নাত, তাই যে ব্যক্তি আমার সুন্নাত অনুযায়ী আমল করলো না সে আমাদের অন্তভূক্ত না। তোমরা বিবাহ করো, কেননা আমি বেশী উ্ম্মতের কারণে গর্ব করবো। যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে আর যার সামর্থ নেই সে যেন রোজা রাখে। কেননা রোজা যৌবনকে দমনকারী। সুনানু ইবনু মাজাহ, হাদীস নং১৮৪৬।হাদীসটিকে শায়খ আলবানী হাসান বলেছেন। এই ধরণের আরো অনেক হাদীস রাসূলুল্লাহ সা. থেকে বর্ণিত আছে। হাদীসে রাসূলুল্লাহ সা. যেহেতু বিয়ে করতে বলেছেন তাই সামর্থ্য থাকলে করে ফেলুন, দেরী করারা দরকার নেই। ফরজ, সুন্নাত না নফল ওসব দেখার কী প্রয়োজন আছে বলুন। আপনি মুমিন তাই রাসূলুল্লহ সা. কে অনুসরণ করুন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে ভাল রাখুন।