আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1330

কুরআন

প্রকাশকাল: 20 সেপ্টে. 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম। আমি বেলজিয়ামে থাকি। অনেকে দেখি ইমামতি করার সময় সূরা ফাতেহার শুরুতে বিসমিল্লাহির রাহমানির রাহিম শব্দ করে পড়ে। আমি অনলাইন কোরআনে দেখেছি বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহার আয়াত হিসাবে লিখা আছে। আসলে কি বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহার আয়াত? যদি বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহার আয়াত হয় তবে বাংলাদেশের ইমাম সাহেব কেন বিসমিল্লাহির রাহমানির রাহিম শব্দ করে পড়ে না?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বিসমিল্লাহির রাহমানির রাহিম সূরা ফাতিহার আয়াত কিনা তা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। কেই বলেন, সূরা ফাতিহার আয়াত কেউ বলে না। যারা আয়াত মনে করেন এবং যারা তাদের অনুসরণ করেন তারা শব্দ করে পড়েন । আর যারা সূরা ফাতিহার আয়াত মনে করেন না এবং যারা তাদের অনুসরণ করেন তারা নি:শব্দে পড়েন । উভয়টির যে কোন একটির উপর আমল করলেই নামায সহীহ হবে।