আসসালামু আলাইকুম, আমি পদার্থ বিজ্ঞানের একজন ছাত্র। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল, বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হওয়া। কিন্তু আমি কিছুদিন আগে এক মুরব্বির কাছে শুনলাম যে, যে প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসাথে পড়ে পর্দা ছাড়া সে প্রতিষ্ঠানে চাকরি করা না জায়েজ। এর পর আমি ইন্টারনেট এ একটি ইসলামিক আস্কিং সাইটের মাধ্যমে জানলাম, তারা ও মোটামোটি একই কথা বলছেন। শুধু চাকরি করা না, পড়াশুনা ও নিষিদ্ধ। আমি এই বিষয়ে একটু জানতে চাই? আমি স্যার কে অনেক সম্মান করতাম। আল্লাহ তাকে বেহেশত দান করুন। আমাকে এই বিষয়ে একটু জানাবেন। আমি কি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসাবে চাকরি করতে পারবো?
বিঃ দ্রঃ- কলেজ বা বিশ্ববিদ্যালয় ছেলে মেয়ে একসাথে বা শুধু মহিলা কলেজ হতে পারে। আমাকে এই বিষয়ে একটু জানাবেন। আলহামদুলিল্লাহ।