আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1309

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 30 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামুয়ালাইকুম, আমি একটা ব্যাক্তিগত (অনেকটা অদ্ভুত) সমস্যা নিয়ে শায়খকের শরনাপন্ন হয়েছি। আমি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার, আমার ক্যারিয়ার কোন দিকে নেব সেটা বুঝতে পারছি না। আমার সামনে কম্পানির জব, আমার ফিল্ডের সরকারি জব এবং বি.সি.এস এই তিন রকমের জবের সুযোগ আছে (যদি আল্লাহ তৌফিক দেন)। এখন আমি কোন সেক্টরের দিকে যাব বা কোন সেক্টর আমার জন্য ভালো হবে সেটাই ঠিক করতে পারছি না। একবার মনে হয় কম্পানির জবে ভালো বেতন পায়া যাবে কিন্তু জব সিকিউরিটি নেই, আবার সরকারি জবের জন্য চেষ্ট করব শেষে যদি চাকরি না হয় তখন কি করব?
আমার প্রশ্ন হচ্ছে, এমন কি কোন আমল আছে যার দ্বারা আল্লাহ আমাকে সঠিক (যেটা আমার জন্য উপযুক্ত) পথ দেখাবেন। এস্তেখারা কি এ ব্যপারে উপযোগী হবে? এ ব্যপারে হিসনুল মুসলিমিন নামের একটা এন্ড্রয়েড এপস এ দেখলাম সুরা আল-কাহফ এর ১০ এর নাম্বার আয়াতের (রব্বানা থেকে শুরু) কথা বলছে, এটা কি ঠিক?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। জ্বী,আপনি ইস্তিখারা করেন। আশা করা যায় আল্লাহ তায়ালা আপনাকে একটি সঠিক পথ দেখাবেন।