Assalamualaikum warahmatullah. Sir, আজকে একটি শহরের মসজিদে জোহর সলাত পড়ার আগে ইমাম সাহেব বললেন যে, সলাতের কিছু মাছায়েল জানা আমাদের দরকার। তারপর উনি বললেন যে কেউ দলিল চাইলে উনি দিবেন। কোন সমস্যা নেই। তারপর সবার উদ্দেশ্য বলল যে যারা টাই পড়েন তারা টাইটা খুলে সলাত পড়বেন। কেননা, গলায় টাই পড়া মাকরুহে তাহরিমি। এখন আমার প্রশ্ন টাই পড়ে সলাত পড়া কি আসলেই মাকরুহে তাহারিমি? নাকি ব্যক্তি বিদ্বেষ এর কারনে এই ফতোয়া। আর সলাতের ঠিক আগে এই ধরনের বিতর্কিত মাসায়ালা বলা কতটুকু যোক্তিক? কেননা, তার এই বিতর্কিত মাসায়ালা বা নতুন ফতোয়া আমার সলাতে আমার খুসু নস্ট করেছে। তাই আমি মনে হয়তো আরো মুসল্লিদের খুসুও নস্ট হতে পারে।যাই হউক আমি আপনাদের থেকে হক কথাটাই টাই পেয়ে থাকি বলে আমি মনে করি। আশা করি নিরাশ করবেন না। আর একটা প্রশ্ন। কোন মসজিদে যদি জামাত মিস করি তাহলে তারপর কয়েকজন মুসল্লি মিলে যদি সেই মসজিদের বারান্দায় আরেকটা জমাত করি তাহলে কি ইকামত দিতে হবে নাকি হবে না। আমি জানতাম একা সলাত পড়লেও ইকামত দিয়ে পড়া ভালো। কিন্তু একজন বলল একই মসজিদে দ্বিতীয় জমাত করলে নাকি একামত দেয়া যাবে না। আসলে সঠিক কোনটি? দয়াকরে জানিয়ে বাধিত করবেন। জাযাকাল্লাহ খইরান।