১। যদি প্রকৃতপক্ষেই ব্যবসায় বিনিয়োগ করে মুনাফা করে তাহলে উক্ত টাকা নেয়া জায়েজ আছে। সুদ হবে না। ২। না, সরকারী প্রাইজবন্ডের লটারীর টাকা হালাল নয়। এই প্রসঙ্গে বাংলাদেশের অন্যতম শীর্ষ আলেম মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া একটি প্রবন্ধে বলেছেন, প্রাইজবন্ড : সরকার প্রাইজবন্ড ছাড়ে। যা যে কোনো ব্যাংক থেকে ভাঙ্গানো যায়। একটা নির্ধারিত মেয়াদের পর লটারীর মাধ্যমে ড্র করা হয়। এরপর বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটাই রিবা নাসিয়্যাহ বা সুদ। প্রাইজবন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাংককে ঋণ প্রদান করা হচ্ছে। আর ব্যাংক প্রাইজ বা পুরস্কার দেয়ার নামে ক্রেতাকে সুদ দিচ্ছে।রিবার প্রচলিত কয়েকটি রূপ মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া, মাসিক আলকাউসার, জুন-জুলাই ২০১৫, শাবান-রমযান ১৪৩৬। ৩। এমন কোন প্রতিষ্ঠান সম্পর্কে আমার জানা নেই। ইসলামী ব্যাংকসমূহে যোগাযোগ করতে পারেন,তারা হয়তো আপনাকে কোন সঠিক পথ বের করে দিবেন।