আসসালামু আলাইকুম। ১. এখনকার magician রা যে যাদু দেখায়, (যা প্রধানত মানুষের বিনোদনের জন্যে, এবং জীনের মাধ্যমে না এবং কারো ক্ষতিকর কিছু না করে) তা দেখা এবং শিখা এবং তার মাধ্যমে আয় করা কি জায়েজ আছে?
২. ঢাকার এক মসজিদের সালাত আদায় করার আগে ইমাম সাহেব কিছু মাসআলা নিয়ে আলোচনার এক পর্যায়ে বললেন যে অবস্থা যদি এমন হয় যে বাসে বা অন্য বাহনে সালাতের সময় চলে যাচ্ছে কিন্তু অজু নেই, এবং তায়াম্মুমের ও সুযোগ নেই, তবে সালাতের রুকু সিজদার মত অঙ্গভঙ্গি করবে কিন্তু দুয়া-জিকির বা সুরা পাঠ করবে না এবং পরে এই সালাতের কাজা আদায় করবে? এই মাসালাটা কি দলিল ভিক্তিক? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।