আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1301

নামায

প্রকাশকাল: 22 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ১. এখনকার magician রা যে যাদু দেখায়, (যা প্রধানত মানুষের বিনোদনের জন্যে, এবং জীনের মাধ্যমে না এবং কারো ক্ষতিকর কিছু না করে) তা দেখা এবং শিখা এবং তার মাধ্যমে আয় করা কি জায়েজ আছে?
২. ঢাকার এক মসজিদের সালাত আদায় করার আগে ইমাম সাহেব কিছু মাসআলা নিয়ে আলোচনার এক পর্যায়ে বললেন যে অবস্থা যদি এমন হয় যে বাসে বা অন্য বাহনে সালাতের সময় চলে যাচ্ছে কিন্তু অজু নেই, এবং তায়াম্মুমের ও সুযোগ নেই, তবে সালাতের রুকু সিজদার মত অঙ্গভঙ্গি করবে কিন্তু দুয়া-জিকির বা সুরা পাঠ করবে না এবং পরে এই সালাতের কাজা আদায় করবে? এই মাসালাটা কি দলিল ভিক্তিক? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। যাদু শেখা, প্রদর্শন করা, কোনটিই জায়েজ নেই। আলেমগণ এই বিষয়ে একমত। উদ্দেশ্য যাই হোক না কেন। ২. পানি এবং মাটি একটিও না পেলে কি করতে হবে এটা কোন হাদীস থেকে পাওয়া যায় না। কারণ সাহাবীরা এমর পরিস্থিতির সম্মুখিন হন নি। যেহেতু হাদীস নেই তাই এই সময় কী করতে হবে তা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। কেই বলেছেন, ঐ ওয়াক্তের সালাত আদায় করতে হবে না, কেউবা বলেছেন, ঐ অবস্থাতেই অপবিত্র অবস্থায় আদায় করতে হবে আবার কোন কোন আলেম বলেছেন, আপনি যে ব্যাপারে জানতে চেয়েছেন সেটা। যে কোন একজন আলেমের মত মানলেই ইনশাআল্লাহ আমরা আমাদের দায়িত্ব থেকে অব্যাহতি পাবে।