আসসালামু আলাইকুম, আগের ক্বাযা রোজা (ফরজ রোজার ভাংতি) আদায় এর হুকুম কি?
আমি জেনেছি ওয়াজিব হল, ওই রোজার ক্বাযা আদায় করার সাথে সাথে প্রতি রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খাদ্য প্রদান করা। মিসকিনকে প্রদত্ব খাদ্যের পরিমাণ হল, এলাকার লোকদের প্রধান খাদ্য- যেমন চাউল, খেজুর, গম ইত্যাদী থেকে- অর্ধ ছা তথা প্রায় সোয়া এক কেজি পরিমাণ। এটা কি ঠিক? যদি ঠিক হয় তাহলে প্রায় সোয়া এক কেজি চাল (বা চালের দাম) দিয়ে দিলেই হবে? নাকি সাথে তরকারির দাম দিতে হবে? তরকারির দাম কিভাবে ঠিক করবো?
আর খাওয়ায়ে দিতে চাইলে কি একবেলা খেতে দিতে হবে নাকি ৩ বেলা?
একজন কে একাধিক রোজার জন্যে দেয়া যাবে কি?
জাজাকাল্লাহ