আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1293

নামায

প্রকাশকাল: 14 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
সাহু সিজদার বিস্তারিত নিয়ম জানালে খুবই উপকৃত হতাম। আমি বেশ কিছু আলেমের বক্তব্যে জানলাম যে দুইদিকে সালাম ফিরিয়ে দুই সিজদা
দিয়ে আবার দুইদিকে সালাম ফেরাতে হবে। আবার দুই সিজদা দিয়ে দুইদিকে সালাম
ফিরিয়ে নামাজ শেষ করলেও সাহু সিজদা হবে। আমাদের ছোটকাল থেকে রীতি একদিকে
সালাম দিয়ে দুইটি সিজদা দিয়ে আবার তাশাহহুদ, দুরুদ, দুয়া মাসুরা পড়ে
উভয়দিকে সালাম দিয়ে নামাজ শেষ করতে হবে। আমি খুবই দিধাদন্দে আছি। তাই দয়া করে সাহু সিজদার বিস্তারিত নিয়ম জানালে খুবই উপকৃত হতাম।

উত্তর

হাদীসে সাহু সাজদা দেওয়ার নিয়ম প্রধানত দুটি।১. সালাম ফিরানোর পূর্বে। ২. সালাম ফিরানোর পরে। সালাম ফিরানোর পূর্বে সাহু সাজদা দিতে হয় সব কিছু পড়ে দুটি সাজদা দিয়ে তারপর সালাম ফিরানো। আপনি যেটা বলেছেন, এতে কোন মতাভেদ নেই। আর সালাম ফিরানোর পরে সাহু সাজদা দিলে কী কী পড়তে হবে হাদীসে তা স্পষ্ট নেই। তাই কিছুটা মতভেদ আছে। আপনি যে পদ্ধতিটি উল্লেখ করেছেন সেটা তার মধ্যে একটি।আরো একটি হলো আমরা ছোটকাল থেকে যা করছি। শেষ বৈঠকে তাশাহুদু পড়া ওয়াজিব আর দরুদ-দু;আ মাসুরা পড়া সুন্নাত তাই তাশাহুদুর পরে সালাম ফিরালেও সহীহ হবে। সুতরাং শুধু তাশাহুদু পড়ে সালাম ফিরালে কোন সমস্যা নেই। এখন বাকী থাকলো একদিকে সালাম ফিরাবে নাকি দুদিকে। স্বাভাবিক নিয়ম হলে সালাম ফিরানোর সময় দুদিকেই সালাম ফিরানো। হানাফী মাজহাবের অধিকাংশ কিতাবে সাহু সাজদা দেওয়ার সময় দুদিকে সালাম ফিরানোর কথাই বলা হয়েছে। তবে সালাতে এক দিকে সালাম ফিরিয়ে সালাত শেষ করারও সহীহ হাদীস আছে। ইমাম শাফী রহ. বলেছেন, যার ইচ্ছা এক দিকে সালাম ফিরাবে আর যার ইচ্ছা দুদিকে সালাম ফিরাবে। সুতরাং একদিকে সালাম ফিরিয়ে সাহু সাজদা দিলেও জায়েজ হবে। তবে দুদিকে সালাম ফিরারোটাই ভাল মনে হয়। একদিকে সালাম ফিরানোর হাদীসিট নিম্নরুপ:عَنْ عَائِشَةَ, أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ كَانَ يُسَلِّمُ تَسْلِيمَةً وَاحِدَةً تِلْقَاءَ وَجْهِهِ. হযরত আয়েশা রা. বলেন, রাসূলুল্লাহ সা. একদিবে সালাম ফিরাতেন। সুনানু তিরমিযী, হাদীস নং২৯৬; সুনানু ইবনু মাজাহ, হাদীস নং৯১৯; সহীহ ইবনু খুজা্য়মা, হাদীস নং ৭৩০। শায়খ আলবানী রাহ. বলেছেন হাদীসটি সহীহ ওশায়খ শুয়ািইব আর নাউত রাহ. বলেছেন, হাদীসটির সনদ সহীহ (সহীহ ইবনে হিব্বান, ১৯৯৫ নং হাদীসের টিকা)। এবং অন্যান্য মুহাদ্দিসগণও হাদীসটিকে সহীহ বলেছেন। মোটকথা দুদিকে সালাম ফিরানোই ভাল তবে একদিকে সালাম ফিরালেও সালাত সহীহ হবে।