আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1286

ঈমান

প্রকাশকাল: 7 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম স্যার, গতকাল আমাদের এখানে ইছালে ছওয়াব মাহফিল গেলো। সেখানে ছারছিনা শরিফের পির এসে ওয়াজ করার পুর্বে প্রথমে বলল জিকির দিয়ে শুরু করব আমরা, তা উনি বলল, সলাতের নিয়াত আছে, রোজার নিয়াত আছে তেমনি জিকিরের ও নিয়াত আছে। তাই আপনারা আমার সাথে এই নিয়াত করুন, আমি আমার ক্বলবের মোতাওয়াজা করছি, আমার ক্বলব আমার পিরের মোতায়াজা করছে আমার পিরের ক্বলব আল্লাহ্ আরশ এর দিকে মোতায়াজ্জা করে আমি জিকির করছি অবশ্য আরো বাড়তি কথা ছিলো বলতে পারছি না। স্যার, আমরা জানি উচ্চস্বরে সম্মিলিত জিকির এমনিতেই সুন্নাতের খেলাফ তার উপর জিকির একটা বৈধ ইবাদত আর ইবাদতের ক্ষেত্রে যদি আমার মন আমার পিরের দিকে ধাবিত করি আল্লাহ্ সুবহানুতায়ালার দিকে না করে সেটা কি শিরক হবে না? যদি শিরক হয় তাহলে, আমার প্রশ্ন আমার চাচা সহ অনেকেই ছারছিনা শরিফের মুরিদ (আমি নই) মাঝে মাঝে আমাদের মসজিদের ইমাম না থাকলে আমার চাচা জমাত সলাত পড়ায়। (যদিও উনার পড়া শুদ্ধ না) তো এমন আকিদা পোষণকারী যেকোন লোকের পিছনে জমাতে সলাত পড়ার ব্যাপারে জানতে চাচ্ছি। দয়া করে জানাবেন।

উত্তর

ওয়া আলাইকুমস সালাম। জিকির করার এমন নিয়ত বা নিয়ম কুরআন হাদীসে নেই। এটা শিরক। এমন লোকের পিছনে সালাত আদায় করা ঠিক নয়। তবে উপায় না থাকলে জামাত ত্যাগ করবেন না, পড়া যদি এতটুকু সহীহ হয় যে, অর্থ পাল্টে যায় না তাহলে তার পিছনেই সালাত আদায় করবেন।