আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1280

নামায

প্রকাশকাল: 1 আগস্ট 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম! শুনেছি মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) কসর করেছেন ৩ মাইল ও ৪৮ মাইল এর দূরত্বে এটা কতটুকু সত্য? আর আমি শহরে বাড়ি থেকে ৩ মাইল দূরত্বে গেলে কি কসর করা যাবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। তিন মাইল নয়, তিন দিনের দূরত্ব পরিমান গেলে সফর করতে হয়। যার পরিমান সর্বাক্যমতে ৪৮ মাইল বা ৭৮ কি,মি। আপনি তিনমাইল দূরে গেলে কসর করতে পারবেন না। তবে যদি ৭৮ কি.মি বা তার চেয়ে দূরে কোথাও যান তাহলে রাস্তায় কসর করতে পারবেন।