আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1276

নামায

প্রকাশকাল: 28 জুলাই 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম। নামাজের স্থায়ী সময়সূচীতে ওয়াক্ত শুরুর সময় আছে কিন্তু কোন সালাত কত সময় পর্যন্ত পড়া যাবে তা নেই। আবার কতটুকু সময় নামাজ নিষিদ্ধ তাও জানা দরকার। এব্যাপারে সারা বছরের জন্য নীতিমালাটা জানানোর অনুরোধ করছি। জাযাকাল্লাহু খাইরান।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সালাতের শেষ সময়ের ব্যাপারে সারা বছরের নীতিমালা নিম্নে দেওয়া হলো: ফজরের শেষ সময় সূর্য উদিত হওয়া পর্যন্ত। জোহরের শেষ সময় আসরের সময় শুরু হওয়ার আগ পর্যন্ত। আসরের শেষ সময় সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত। মাগরিবের শেষ সময় ইশার সালাতের সময় হওয়ার আগ পর্যন্ত আর ইশার শেষ সময় ফজরের সালাতের সময় শুরু হওয়ার পূর্ব পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন।