আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1270

যিকির দুআ আমল

প্রকাশকাল: 22 জুলাই 2009

প্রশ্ন

Assalamu Alaikum, Muhtaram, I want to know about authenticity and reference of the following dua: (a) Allahumma antassalam waminkassalam walaika yarjiussalam hayina rabbana bissalam wadkhilna darussalam tabarakta rabbana watalaita ya jal zalali walikram. (b) Inna lillahi wainna ilaihi rajiun, allahumma ajirnee fi musibati, wakhlufli khairumminha.
Please give me the original arabic spelling of the above dua. Zajhaakumullah khair.

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। প্রথম দুআটির কিছু অংশ হাদীসে পাওয়া যায় আর কিছু অংশ হাদীসে পাওয়া যায় না। যে অংশটুকু হাদীসে পাওয়া যায় তার আরবী পাঠ হলো: اللَّهُمَّ أَنْتَ السَّلاَمُ وَمِنْكَ السَّلاَمُ تَبَارَكْتَ ذَا الْجَلاَلِ وَالإِكْرَامِ সহীহ মুসলিম, হাদীস নং১৩৬২। যে অংশটুকু হাদীসে পাওয়া যায় না তা হলো وَإِلَيْك يَرْجِعُ السَّلَامُ فَحَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ وَأَدْخِلْنَا دَارَك السَّلَامَ । বিশিষ্ট মুহাদ্দিস শায়খ জাযারী (মৃত্যু ৮৩৩হি.) বলেছেন, এটুকুর কোন ভিত্তি নেই। দেখুন, তুহফাতুল আহওযী, ১/৩৩০; শরহে মুসনাদু আবু হানীফা ১/ ৯৪। দুই নং দুআটির আরবী পাঠ হলো: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا সহীহ মুসলিম হাদীস নং ২১৬৫।