আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1261

ঈমান

প্রকাশকাল: 13 জুলাই 2009

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ১. কিছু দিন ধরে আমার মনের ভিতর রাসুল (সাঃ) সম্পর্কে খারাব ধারণার উদভব ঘটছে যা আমাকে আনেক কষ্ট দিচ্ছে আমি এগুলি মনে করতে চাইছিনা, আমি রব্বানা লা তুজি কুলুবানা পড়ছি কিন্তুু কোন ভাবেই আমার পিছন ছাড়ছেনা এখন কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। রাসূলুল্লাহ সা. এর জীবনে তো এমন কিছু নেই, যার কারণে তার প্রতি খারাপ ধারণা করা যায়। কাফেররাও তো তাকে আল-আমীন উপাধী দিয়েছে। সুতরাং কেন আপনার মনে তাঁর সম্পর্কে খারাপ ধারণা আসছে তা বুঝতে পারছি না। আপনাকে বলি কোন বিষয়েই গভীর চিন্তাভাবনা করবেন না। সকল কাজে এবং কথায় স্বাভাবিকতা বজায় রাখুন। বেশী করে দুআ করুন। আউযুবিল্লাহি মিনাশ শায়ত নিররযীম বেশী বেশী পড়ুন। ইনশাআল্লাহ আপনি এই মানসিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন।