আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1256

অর্থনৈতিক

প্রকাশকাল: 8 জুলাই 2009

প্রশ্ন

আমার প্রশ্ন ছিল আমার উপার্জনের উপর। আমি বর্তমানে এখন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে IT and Broadcast Engineer হিসেবে কর্মরত আছি। আমি জানতে চাই আমার পেশা কি হালাল? আনুগ্রহ করে আমার প্রস্নের উত্তর দিলে অনেক উপকৃত হব। আমি youtube থেকে ডঃ খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের অনেক লেকচার শুনেছি। উনার কাছথেকে শুনতে পারলে খুব ভাল লাগত কিন্তু আল্লাহতালা উনাকে নিয়ে গেছেন। আপনাদের কাছে সঠিক উত্তরটাই পাব আসা করি। ধন্যবাদ ।

উত্তর

ভাই, টেলিভিশনের প্রায় পুরো অনুষ্ঠানই ইসলাম বহির্ভূত। তাই এক প্রশ্নের জবাবে স্যার রহ. বলেছিলেন টেলিভিশন বিক্রি করা জায়েজ নেই। সুতরাং আমার মনে হয় আপনার এই কাজের অর্থ হলো আপনি হারাম কাজে সহযোগিতা করছেন, যদিও আপনি সরাসরি হারামে জড়িত নয়। আপনার জন্য এই চাকুরী ত্যাগ করায় কল্যানকর বলে মনে হয়।