আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1246

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 28 জুন 2009

প্রশ্ন

আসসালামু ওয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলঃ- আমি বিবাহের সময় রসূল (সঃ) এর কথা মত করার চেষ্টা করেছিলাম। তিনি বলেছেন প্রায় কাছাকাছি যে, সুন্দরী হতে হবে, সম্পদশালী হতে হবে, নতুবা দ্বীনদার হতে হবে, িএর মধ্যে আমি দ্বীনদার বেছে নিয়েছিলাম। এবং তাকে বিবাহ করেছিলাম। কিন্তু বিয়ের মাত্র দুই তিন মাসের মধ্যে আমার অবাধ্য হওয়া, পর্দা করতে আদেশ দিলে পর্দা তেমন করে না, আমার পিতা-মাতার খেদমত করতে চায় না। অতঃপর আমি তার বাপের বাড়ীতে খবর দিলে তারা আসতে চায় না। তারা বলে তোমরা মিলেমিশে থাক, আর না পারলে আমার মেয়েকে ঘাড় ধরে রাস্তায় বের করে দাও। আমি যদি আমার স্ত্রীকে তার বাপের বাড়ীতে রেখে আসতে চায় তবুও সে যেতে চায় না। তার বাপের বাড়ী থেকে তার মা, বাবা, ভাই, বোন ও দুলাভাই এসে বুঝিয়েছে যে তুমি তোমার স্বামীর কথা শোন। সে যেভাবে বলে তুমি তাই কর কিন্তু সে তাদের কথাও ব্রুখেপ করে না। পরবর্তীতে আমি আমার পৌরসভাতে বিচার দেই সমস্যা সমাধানের জন্য কিন্তু তার বাবা, মা কেউই এই বিচারে আসেনি। তাছাড়া আমি বারংবার চেষ্টা করেও তাকে ভাল করতে পারিনি। পরবর্তীতে আমি তাকে এক তালাক, দুই তালাক পর্যন্ত দেয়। তাকে দুই তালাক দেওয়ার পর আমি দ্বিতীয় বিবাহ করি। পরবর্তীতে সে যখন মামলা মোকদ্দমা করবে বলে হুমদি দেয় তখন আমি আমার বন্ধুর সাহায্যে নকল কোর্টথেকে তালাকের একটা ফটোকপি তাকে দিলে সে আমাকে বলে তুমি আমাকে একে বারে ছেড়ে দিও না, তুমি দ্বিতীয় বিবাহ করেছ তাকে নিয়ে থাক, মন চাইলে আমার এখানে আসবা ও মন চাইলে ভরণ পোষণ দিও না চাইলে দিতে হবে। ইত্যাদি। এখন প্রশ্ন হল ইসলামী শরীয়াহ মোতাবেক আমি কি কি করব, আর কি করব না? সে বিষয়ে জানালে খুবই উপকৃত হব।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনার প্রশ্নের একটি বিষয় অস্পষ্ট। সেটা হলো নকল কোর্ট থেকে তালাকের একটা ফটোকপি দ্বারা আপনি কী বুঝিয়েছেন? তালাক পতিত হতে হলে কোর্টের প্রয়োজন নেই। আপনি যদি উক্ত কাগজে তালাক দিয়েছেন মর্মে স্বাক্ষর করেন তাহলে তো তালাক হয়ে যাওয়ার কথা। তখন তো আপনার রাখার কোন সুযোগ থাকবে না। আর যদি তালাক না হয়ে থাকে তাহেল বিগত দিনের ভুলের জন্য তাকে ক্ষমা করে দিয়ে রেখে দেয়ায় আপনার জন্য কল্যানকর হবে বলে আমাদের মনে হয়। আল্লাহ আপনাকে এর উত্তম ্প্রতিদান দিবেন। আপনি বিষয়টি বিস্তারিত জানতে আমাদের আস-সুন্নাহ ট্রাস্টের হাদীস বিভাগের প্রধান মুফতী জাকারিয়া বিন আব্দুল ওয়াহহাব হাফিজাহুল্লাহর সাথে কথা বলতে পারেন। তাঁর ফোন নং 01818529415