আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1237

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 জুন 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি জানি যে ব্যাংকএর যে সুদের টাকা সেটা সোয়াবাদের আশা না করে গরিব-মিসকিন কে দিতে হবে। আমার প্রশ্ন হচ্ছে আমি কি সোয়াবের আশা না করে এই সুদের টাকা কোন এতিমখানা বা মাদ্রাসায় দিতে পারবো?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।এতিমখানায় দিতে হবে এই বলে যে, এই টাকাগুলো এতিমদের খরচের জন্য ব্যয় করতে হবে। সাধারণ ফান্ডে দেয়া যাবে না। তদ্রুপ মাদ্রাসায় দেয়া যাবে এই শর্তে যে, এই টাকা গরীব ছাত্রদের জন্য খরচ করতে হবে, জেনারেল ফান্ডে নেয়া যাবে না।