আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1229

নামায

প্রকাশকাল: 11 জুন 2009

প্রশ্ন

আস-সালামুআলাইকুম। নামাজ কসর করার সময় আমি শুধু ফরজ নামাজ গুলো কসর করি। বাকি সুন্নত নামাজ গুলো পরি না, এখন এক্ষেত্রে ইসলামিক বিধান কি হবে? আমাকে কি সুন্নত নামাজ ও পড়তে হবে নাকি না পরলে ও চলবে? আশা করি দলিল সহকারে জানাবেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, যেখানে সফরের কষ্টের কথা চিন্তা করে শরীয়ত ফরজকে কমিয়ে অর্ধেক করে দিয়েছে সেখানে সুন্নাত না পড়লে সমস্যা হবে, এটা কী কোন যুক্তিযুক্ত কথা হলো? এর আবার দলীলও দরকার! সুন্নাত সালাত ফরজেরর পরিপূরক। আপনি সর্বাবস্থায় কমবেশী সুন্নাত-নফল সালাত আদায় করার চেষ্টা করবেন।