আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1225

হালাল হারাম

প্রকাশকাল: 7 জুন 2009

প্রশ্ন

আসসামুঅলাইকুম, আলহামদুলিল্লাহ আপনাদের প্রশ্নপর্বে খুব উপকার পাচ্ছি, আমার আজকের প্রশ্ন: ১। আমি পূর্বের অফিস (Private co. Ltd) থেকে চাকরি ছাড়ার সময় কিছু স্টেশনারী (২/৩টা কস টেপ, ১টা সুতার বান) সেখাননকার দ্বায়িত্বরত ব্যক্তির অনুমতিতে নিয়েএসেছিলাম, ঐ দ্বায়িত্বরত ব্যক্তি উর্দ্ধাতন কারোর অনুমতি নিয়েছিলকিনা বা তিনি নিজের তত্ববধানে আমাকে দিয়েছিলো কিনা সেটা জানিনা । এটাতে কোন পাপ হবে? পাপ হলে এখন কি করনিও আছে?
এছাড়াও আমার পড়াশুনার জন্য আমি সেখানথেকে মাঝে মাঝে কলম, কিছু পেপার, পিন ব্যবহার করতাম, এখন সে সব কাজের জন্য কারাপ লাগে মনে হয় ভুল হয়েগেছে এখন কি করতে পারি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি ঐ অফিস থেকে যে সব জিনিস পত্র নিয়ে এসেছেন বা ব্যহার করেছেন তার একটি আনুমানিক মূল্য নির্ধারন করুন। এরপর যতটাকা হয় তা ঐ অফিসে দিয়ে আসুন। এতে আপনি দায়মুক্ত হয়ে যাবেন এবং আত্নিক প্রশান্তি অনুভব করবেন।