আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 122

ঈদ কুরবানী

প্রকাশকাল: 31 মে 2006

প্রশ্ন

১. কুরবানি ও আকিকা একই পশু দিয়ে হবে কিনা? ২. কুরবানির দিন এটি আদায় করা য়াবে কিনা? ৩.একটি পশু এর আনেক গুলো ভাগ থাকে,(হতে পারে ৩,৫,৭,টি) ৪. কুরবানির আংশিদারের ক্ষেত্রে কিভাবে এটি নির্বাচন করা যাবে?

উত্তর

একই পশু দ্বারা কুরবানী ও আক্বীকা এবং কুরবানীর দিনে আক্বীকা রাসূলুল্লাহ সা. কিংবা সাহাবীদের থেকে পাওয়া যায় না।আক্বীকা সন্তান জন্ম হওয়ার আনন্দ আর কুরবানী ভিন্ন আনন্দ, দুটিকে এক করে ফেলা উচিৎ নয়। আমাদের উচিৎ সুন্নাত অনুযায়ী আলাদা দিনে আলাদা পশু দ্বারা আক্বীকা করা । তবে ফকিহগণ বলেছেন যদি কেউ কুরবানীর দিনে আক্বীকা দেয় কিংবা একই পশু দ্বারা কুরবানী ও আক্বীকা দেয় তাহলে জায়েয হবে। প্রশ্নের বাকী অংশ স্পপষ্ট নয়। নতুন করে স্পষ্ট করে প্রশ্ন করুন।