আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1208

বিবাহ-তালাক

প্রকাশকাল: 21 মে 2009

প্রশ্ন

আলহামদুলিল্লাহ, আমি আমার গত প্রশ্নের উত্তর পেয়েছি,একটা জায়গায় আর একটু পরিষ্কার হতে চাই,আমার গত প্রশ্নটি ছিল,
আসসালামু আলাইকুম, একটা বিয়ে সংক্রান্ত বিষয় জানতে চাচ্ছিলাম,জানালে খুব উপকৃত হতাম। ছাত্র অবস্থায় পাত্রপাত্রীর দুই পরিবারের সম্মতিতে আকদ করে রাখাটা জায়েজ হবে কিনা? বিয়ের পর যেহেতু স্ত্রীর ভরণপোষণ স্বামীর নেয়ার কথা তাই এক্ষেত্রে যেহেতু ছাত্র অবস্থায় বিয়ে হচ্ছে তাই যদি ব্যাপারটা দুই পরিবারের সম্মতির ভিত্তিতে এমন হয় যে আকদ টা হয়ে থাকবে, চাকরী পাওয়া পর্যন্ত ছেলের খরচ ছেলের বাবার আর মেয়ের খরচ মেয়ের বাবার অর্থাৎ আগে যেমন চলছিল তেমন, ছেলে চাকরী পেলে একটা ওয়ালীমাহ করে মেয়েকে বাসায় নিয়ে যাবে। এক্ষেত্রে চাকরী না পাওয়া পর্যন্ত ছেলে মেয়ে সহ অবস্থান ও করবে না। আগের মত পড়ালেখা করে যাবে। হয়ত কথাবার্তা,দেখা সাক্ষাত ইত্যাদি হবে। এভাবে বিয়ে জায়েজ হবে কি না?
এক্ষেত্রে যদি ছেলে মেয়ে নিজের ইচ্ছায় পড়ালেখার সময়টা শেষ হওয়া পর্যন্ত আলাদা থাকতে চায় সেক্ষেত্রে কি হবে?
এখানে ওই ১২০ দিনের স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না ওই নিয়মটি প্রযোজ্য হবে?
আর হলে যারা বিয়ে করে স্ত্রীকে রেখে ৪ মাসের বেশি বাইরে থাকে তারা কি হারাম কাজ করে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্ত্রীর অনুমতিতে দিলে ৪ মাসের পরেও স্বামী বাইরে থাকতে পারে। সুতরাং আপনারাও পড়া লেখা শেষ না হওয়া পর্যন্ত আলাদা থাকতে পারবেন। তবে আলাদা না থাকাটাই শরীয়তের কাম্য।