আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1204

হালাল হারাম

প্রকাশকাল: 17 মে 2009

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি এক ভাইকে দেখলাম বেশ সুন্নতি লেবেল(লম্বা দাড়ি, টুপি, যোব্বা) পরা আছে এবং তাকে নামাজও পড়তে দেখলাম, কিন্তু পরে দেখলাম একটা সেলুনে(খোঁজ নিয়ে দেখলাম নিজের সেলুন) আরেক ভাইকে ক্লিন সেভ করাচ্ছে। বিষয়টি দেখে আমি একটু হতবাক হয়েছি, -তার এ কাজ টা কতটুকু ঠিক বা শারীয়াসম্মত?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সেভ করানো কাজ করা কারো জন্যই শরয়তসম্মত নয়। তবে চুলা কাটানো জায়েজ। সে হয়ত জানে না, আপনি তাকে সতর্ক করতে পারেন।